কোলকাতা হাইকোর্টের কমিটি গঠনের নির্দেশ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সাংসদ অধীর চৌধুরী

Reported By:- BINOY ROY

গঙ্গাসাগর মেলা নিয়ে কোলকাতা হাইকোর্টের কমিটি গঠনের নির্দেশ নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী। আজ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি লক্ষ লক্ষ মানুষের কোভিড পরিক্ষার স্বাস্থ্য পরিকাঠামো রাজ্যের আদৌ আছে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। একই সাথে শারিরীক দূরত্ব বিধি বজায় রাখা সহ হাইকোর্টের সকল নির্দেশিকা কে রাজ্যের তরফে মান্যতা দেওয়া হবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পূর্বেও কোর্টের নির্দেশ রাজ্য একাধিকবার মানেনি বলেও উল্লেখ করেন অধীর বাবু। মেলা থেকে সংক্রমণ ছড়ালে পরে রাজ্য হাইকোর্টের ঘাড়েই দায় চাপাবে।রাজ্যের আসন্ন পৌরভোট নিয়ে হাইকোর্টে কমিশনের হলফ নামা দেওয়া নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও সরকারের সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী। নির্বাচনে ভোটার দের অবাধ ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত না হলে তা অন্তঃসারশূন্য হবে বলে মন্তব্য করেন তিনি। একই সাথে তিনি দাবী করেন পৌর ভোটেও পূর্বের পঞ্চায়েত ও বিধানসভার নির্বাচনের মতই শাসক দল তৃণমূল কংগ্রেস সমাজবিরোধী ও পুলিশ দিয়ে ভোট লুঠ করবে। আজ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অধীর বাবু। রাজ্য নির্বাচন কমিশনার কে পঙ্গু ও দন্তহীন বাঘ বলেও আখ্যা দেন তিনি।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সাংসদ অভিষেক ব্যানার্জির সাম্প্রতিক অবস্থান ও মন্তব্যের সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী। আজ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অধীর বাবু, সেখানেই সাংসদ অভিষেক ব্যানার্জি কে বিপ্লবী বলে কটাক্ষ করে রাজনৈতিক নাটক বলে সমালোচনা করেন তিনি। মহা সংক্রমণের পরিস্থিতিতে এধরণের রাজনৈতিক নাট্যরস বাংলার মানুষকে দূর্ভাগ্যজনক ভাবে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন অধীর বাবু

Leave a Reply

error: Content is protected !!