Skip to content
ডোমকল-জলঙ্গি সড়কে স্করপিও দুর্ঘটনা: ভয়াবহ বিধ্বংসী চিত্র

ডোমকল-জলঙ্গি সড়কে স্করপিও দুর্ঘটনা: ভয়াবহ বিধ্বংসী চিত্র

বুধবার রাতের অন্ধকারে ডোমকল-জলঙ্গি সড়কে একটি মারাত্মক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ভাদুরিয়া পাড়া বাজারের কাছাকাছি মেহেদী পাড়ার টার্নিংয়ে, একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। এরপর গাড়িটি গার্ডওয়াল ভেঙে নয়নজলিতে পড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা বিকট শব্দ শুনে দ্রুত ছুটে এসে গাড়ির চালক নওশাদ সেখকে উদ্ধার করেন। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই টার্নিংটি অত্যন্ত বিপজ্জনক এবং পূর্বে এখানে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যার ফলে অনেক তরুণের প্রাণহানি ঘটেছে। চালকের সামান্য ভুলের ফলে এ ধরনের বড়সড় বিপদ ঘটে যেতে পারে। এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, যদিও গাড়ির অবস্থা ভয়াবহ হলেও, অল্পের জন্য হতাহতের ঘটনা ঘটেনি। সড়ক নিরাপত্তার বিষয়টি স্থানীয় প্রশাসনের জন্য নতুন করে ভাবার সময় এসেছে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধ করা যায়।

Leave a Reply

error: Content is protected !!