Skip to content
৪৩ তম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন রতন দত্ত সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির

৪৩ তম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন রতন দত্ত সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির

Reported By:- News Desk

নতুন ইংরেজি বছরের দ্বিতীয় দিনে প্রয়াত রতন দত্তের স্মরণে 'রতন দত্ত সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি' আয়োজন করল ৪৩ তম স্বেচ্ছায় রক্তদান শিবির। এই শিবিরটি অনুষ্ঠিত হলো কেশবচন্দ্র সেন স্ট্রিট-এর ভারতবর্ষীয় ব্রাহ্ম মন্দিরে। অনুষ্ঠানে একই সাথে দীন দরিদ্র মানুষদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

১৯৮২ সালের ১৮ মার্চ সমাজবিরোধীদের হাতে নিহত হন রতন দত্ত, যার স্মৃতিকে অমর করার উদ্দেশ্যে তাঁর দাদা স্বপন দত্তের উদ্যোগে গড়া হয় এই সংগঠন। সমাজসেবী বিজয়কৃষ্ণ রায় স্বপন দত্তকে পরামর্শ দেন যে, "তোমার ভাইকে জনসাধারণের মধ্যে অমর করে রাখার জন্য একটি সমাজসেবী সংগঠন তৈরি কর।" এই পরামর্শের পরিপ্রেক্ষিতে স্বপন দত্ত রক্তদান ও শীতবস্ত্রদান শিবির শুরু করেন।

শিবিরে উপস্থিত হয়ে সংগঠনের সদস্য ও সদস্যাদের উৎসাহিত করেন তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, স্থানীয় বরোর অধ্যক্ষ স্বপন সমাদ্দার, কলকাতা পৌরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত, যুব তৃণমূল কংগ্রেসের নেতা সৌম বক্সি এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি। সংগঠনের সম্পাদক সোমনাথ ব্যানার্জি জানান, "আজ রক্তদান শিবিরে ৭০ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন, অপরপক্ষে সংগঠনের তরফ থেকে আজ সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একশো জন দীন দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হবে।" এই মহৎ উদ্যোগের ফলে এলাকার মানুষদের মধ্যে সহানুভূতি ও মানবতার একটি নতুন দৃষ্টান্ত তৈরি হলো, যা সমাজের প্রতি দায়িত্বশীলতার বার্তা বহন করে।

Leave a Reply

error: Content is protected !!