Reported By :- Binoy Roy
6 ই জানুয়ারি অর্থাৎ সোমবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি তৃণমূল নেতাদের কটাক্ষ করে বলেছেন, “মাংস খেতে কুকুর”। তাঁর মতে, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং সাম্প্রদায়িক শক্তির উত্থান বিদেশি মদদে ঘটছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এই পরিস্থিতির প্রভাব বাংলার জনগণের উপর পড়ে যাবে।
চৌধুরী বলেন, “আমাদের শিক্ষা কেন্দ্র ও স্বাস্থ্য কেন্দ্র ধীরে ধীরে ভেঙে পড়ছে। শিক্ষার ক্ষেত্রে মেধাবী ছাত্র-ছাত্রীরা বিদেশে পড়াশোনার সুযোগ নিচ্ছে, কিন্তু মধ্যবিত্ত পরিবারগুলো নিজেদের পড়াশোনা বন্ধ করে দিচ্ছে। এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে বাংলার ভবিষ্যৎ আরো ভয়াবহ হবে।”
তাঁর বক্তব্যে উল্লেখযোগ্য ছিল জেলে বন্দী ব্যবস্থার বৈষম্য। তিনি বলেন, “টাকা ওয়ালা আসামিদের জেলে কোনো অসুবিধা হয় না, কিন্তু গরিব পরিবারের আসামিদের কষ্টের শেষ নেই। এই ধরনের নীতিকে আমি নিন্দা জানাই।”
এভাবে অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সামাজিক চিত্র তুলে ধরলেন এবং সরকারের বিরুদ্ধে সরব হলেন।