হারিয়ে যাওয়া ক্রিড়া সংস্কৃতি ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মোতড়া পল্লীমাতা ক্লাব।

হারিয়ে যাওয়া ক্রিড়া সংস্কৃতি ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মোতড়া পল্লীমাতা ক্লাব।

এই ক্লাবের উদ্যোগে প্রথম ক্রিড়া প্রতিযোগিতা সূচনা হয় শনিবার বেলা ২ টার সময় শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর মোহনলাল রশিদ।
এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি জাহাঙ্গীর বাদশা, সভাপতি নূরুল হক, ক্রিড়া সম্পাদক হজরত তুল্লা, এবং মাসুদ আলম, ওম্মর আলী আরও অনেকেই।
আটটি টিম নিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টে। শনিবার ডাবকই বনাম মাদার হাটি ক্রিকেট টিম ১২ ওভারের খেলা শুরু করে। এদিনে খেলায় ম্যান অফ ম্যাচ হয় মাদার হাটি টীমের ক্যাপ্টেন মাক্কারুল সেখ।
এর ফাইনাল খেলা হবে আগামী ২৮ জানুয়ারী।
বিশিষ্ট সমাজসেবী ডক্টর মোহনলাল রশিদ বলেন “ক্লাবের এটাই প্রথম ক্রিকেট টুর্নামেন্ট খেলা। আমি এখানে সহযোগিতা করতে পেরে সামাজিক ভাবে খুব আনন্দিত বোধ করছি। তাছাড়া বর্তমান সময় খেলা ধুলা হারিয়ে যাচ্ছে, শরীর চর্চা কমে যাচ্ছে। সুতরাং সেই যাগাতে দাড়িয়ে এই ক্রিকেট টুর্নামেন্ট সমাজে দারুণ বার্তা দিবে আশাকরি। “

Leave a Reply

error: Content is protected !!