জলঙ্গীর গাছ কাটার ঘটনায় রাজনৈতিক বিতর্ক

জলঙ্গীর গাছ কাটার ঘটনায় রাজনৈতিক বিতর্ক

Reported By:- Masud Rana

14ই জানুয়ারী ২০২৫ অর্থাৎ মঙ্গলবার জলঙ্গী জোড়তলা থেকে দেবীপুর মোড়ে নতুন পাওয়ার হাউসের বিদ্যুৎ লাইনের জন্য চলমান কার্যক্রমে ব্যাপক গাছ কাটা হচ্ছে। এই কার্যক্রমের ফলে অনেক গাছের ডাল ও গুঁড়ি কেটে ফেলা হয়েছে, যা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় জনগণের অভিযোগ, গাছ খণ্ডন করা হচ্ছে অবৈধভাবে এবং কাঠ মিলে নিয়ে যাওয়া হচ্ছে এসব গাছের উপকরণ। বিরোধী দলের নেতারা এ বিষয়ে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছেন। তারা অভিযোগ করেছেন, জলঙ্গী পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম, বন ও ভূমি কর্মাধ্যক্ষ বাবুলাল মন্ডল এবং জলঙ্গী বিডিও অফিসের অস্থায়ী কর্মী এই কার্যক্রমে জড়িত। তবে, পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম জানিয়েছেন, “এই গাছ কাটার সঙ্গে পঞ্চায়েত সমিতি কোনোভাবেই জড়িত নয়। অহেতুক আমার নাম জড়ানো হচ্ছে। এ বিষয়ে যা বলার বিদ্যুৎ দপ্তর বলতে পারবে।” অন্যদিকে, বাবুলাল মন্ডলের ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এই পরিস্থিতিতে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ এবং বিভ্রান্তি বেড়ে চলেছে, যা এলাকাটির পরিবেশ ও মানবিক পরিবেশের জন্য উদ্বেগজনক।

Leave a Reply

error: Content is protected !!