‘দ্য হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট’ এর নতুন চলচ্চিত্রের দৃশ্যগ্রহণ শুরু

‘দ্য হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট’ এর নতুন চলচ্চিত্রের দৃশ্যগ্রহণ শুরু

https://youtu.be/l8DUhB9h6FQ

কলকাতা, ১৮ জানুয়ারী ২৫: ‘দ্য হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট’-এর নতুন ভৌতিক চলচ্চিত্র ‘রহস্যময় গাড়ি’র দৃশ্যগ্রহণ শুরু হয়েছে। এই শিশুদের উপযোগী ছবিটি আগামী এপ্রিল মাসে মুক্তি পাবে।

শুরু হলো ‘দ্য হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট’-এর পঞ্চম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘রহস্যময় গাড়ি’-র দৃশ্যগ্রহণ পর্ব। এই ভৌতিক সিনেমাটি শিশুদের জন্য তৈরি করা হয়েছে এবং এটি আগামী এপ্রিল মাসে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।
সিনেমাটির নির্দেশক ইয়াসমিন ইব্রাহীম ও সর্বজিৎ মণ্ডল একযোগে জানিয়েছেন, “এই চলচ্চিত্রটির দৈর্ঘ্য হবে ২ ঘণ্টা ১০ মিনিট। এখানে নবাগত শিশু শিল্পী নীলাদ্রি সর্ববিদ্যা, অরণ্য প্রধান, পূজা মণ্ডল, স্নেহা ব্যানার্জি, এবং রিমা হালদার অভিনয় করবেন। পাশাপাশি টলিউডের অভিজ্ঞ অভিনেতা দেবাশিস গাঙ্গুলী, বিশ্বজিৎ চক্রবর্তী, তমাল রায়চৌধুরী ও সোমা ব্যানার্জির মতো তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে উপস্থিত থাকবেন।”
এই চলচ্চিত্রের কাহিনী অনুযায়ী, শহরাঞ্চলের কয়েকটি শিশু তাদের ছুটির সময় ঠাকুরদার বাড়িতে গিয়ে একটি রহস্যময় চারচাকার গাড়ি আবিষ্কার করে। এই গাড়ির রহস্যকে কেন্দ্র করে এগিয়ে চলে সিনেমাটির গল্প।
‘দ্য হোয়াইট হর্স এন্টারটেনমেন্ট’ এর পক্ষ থেকে জানানো হয়েছে, “এই কাহিনীটি শিশুদের কল্পনাশক্তিকে উজ্জীবিত করার পাশাপাশি তাদের মধ্যে ভৌতিক কাহিনীর প্রতি আগ্রহ তৈরি করবে।”
অভিজ্ঞতা এবং নবীনতার মিশ্রণে তৈরি এই চলচ্চিত্রটি টলিউডের দর্শকদের কাছে যে এক নতুন বিনোদন নিয়ে আসবে, তা নিয়ে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

error: Content is protected !!