প্রতিবেশীদের গন্ডগোলে প্রাণ গেল এক মায়ের

প্রতিবেশীদের গন্ডগোলে প্রাণ গেল এক মায়ের

মুর্শিদাবাদের বেলডাঙার ২৩ পল্লী ঘোষপাড়ায় কলের পাইপ কাটা নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিবাদে এক মা নিহত হয়েছেন এবং তাঁর মেয়ে গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম সীতা ঘোষ জমাদার। স্থানীয় সূত্রে জানা গেছে, সীতার বাড়ির পাইপলাইন প্রতিবেশী বুবাই ঘোষের পায়ে লাগায় এই ঘটনা শুরু হয়। বিবাদ চলাকালীন বুবাই ঘোষ সীতার কলের পাইপ কেটে দেন, যার ফলে হাতাহাতির সূত্রপাত ঘটে। এই সময় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে সীতা ঘোষের উপর চড়াও হয় এবং তাকে এলোপাতাড়ি কোপায়। ঘটনাস্থলে সীতার মৃত্যু ঘটে। মাকে বাঁচাতে গিয়ে তাঁর কন্যা রুপালি হাজরা গুরুতরভাবে আহত হন এবং বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং স্থানীয়রা শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন এই নৃশংস ঘটনার জন্য। সীতা ঘোষের মৃত্যুর ঘটনায় এলাকাবাসীরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন।

Leave a Reply

error: Content is protected !!