Skip to content
নেতাজির ১২৮তম জন্মজয়ন্তী উপলক্ষে ডোমকলে ম্যারাথন দৌড়

নেতাজির ১২৮তম জন্মজয়ন্তী উপলক্ষে ডোমকলে ম্যারাথন দৌড়

Reported BY:- Masud Rana

২৩শে জানুয়ারী ২০২৫ অর্থাৎ বুধবার, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ডোমকল সাব ডিভিশনের প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ ৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। গতকাল ডোমকল পুরাতন বিডিও অফিস মোড় থেকে শুরু হওয়া এই ম্যারাথন দৌড়ে প্রায় ৩০০ জন পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শুরু হওয়ার সময় উপস্থিত ছিলেন ডোমকল মহকুমা শাসক শুভঙ্কর বালা (আইএএস), ডোমকল এসডিপিও শুভম বাজাজ (আইপিএস), রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন এবং ডোমকল থানার আইসি পার্থসারথি মজুমদার সহ চার থানার ওসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক দিব্যেন্দু দাস ও বহরমপুর সদর ডি এসপি তন্ময় কুমার বিশ্বাস। ম্যারাথন দৌড়টি ভাতশালা মোড় পর্যন্ত গিয়ে ফিরে আসে এবং শেষ হয় ডোমকল পুরাতন বিডিও মোড়ের কাছে। দৌড় শেষে, পুরুষ ও মহিলাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এছাড়া, মহিলাদের মধ্যে প্রথম পাঁচজন এবং পুরুষদের মধ্যে প্রথম ১৫ জন প্রতিযোগীকেও সম্মানিত করা হয়। এই ম্যারাথন দৌড়ের মাধ্যমে ডোমকল প্রশাসন সুস্থ শরীর ও শৃঙ্খলার গুরুত্ব সম্পর্কে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিতে চেয়েছে। প্রতিযোগীরা নিজের প্রতিভার প্রদর্শন করার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার দিকে মনোযোগ আকর্ষণ করেন, যা বর্তমান সমাজে অত্যন্ত প্রয়োজনীয়।

Leave a Reply

error: Content is protected !!