সাগরপাড়া থানায় চায়ের দোকানের আড়ালে মদ বিক্রি !

সাগরপাড়া থানায় চায়ের দোকানের আড়ালে মদ বিক্রি !

শুক্রবার রাতে সাগরপাড়া থানার পুলিশ নরসিংহপুর বাজার এলাকার একটি চায়ের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযোগ ছিল, এই দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ বিক্রি করা হচ্ছিল। পুলিশের টিম যখন দোকানটিতে হানা দেয়, তখন তারা দোকানের মালিকের বাড়িতে প্রবেশ করে। সেখানে বিস্কুটের কার্টুনের মধ্যে থরে থরে সাজানো ছিল বিভিন্ন কোম্পানির মদ। পুলিশের তল্লাশি অভিযান চলাকালীন পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পর বিপুল পরিমাণ দেশী এবং বিদেশী মদ উদ্ধার করা হয়। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে, এবং পুলিশ সমস্ত উদ্ধার হওয়া মদের বোতল বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। অভিযানে আটক করা হয় চায়ের দোকানের মালিককে, যিনি দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংহপুর বাজারে এমন অবৈধ কর্মকাণ্ড বেশ কিছুদিন ধরেই চলছিল, যা পুলিশের নজর এড়িয়ে গিয়েছিল। পুলিশ প্রশাসন জানিয়েছে, এলাকায় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

error: Content is protected !!