প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায়কে মরণোত্তর সংবর্ধনা

প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায়কে মরণোত্তর সংবর্ধনা

Reported By:- News Desk

কলকাতা (২৫ জানুয়ারী '২৫): ভারতের ৭৬ তম সাধারণতন্ত্র দিবসের অগ্রিম অনুষ্ঠানে প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায়কে মরণোত্তর সংবর্ধনা প্রদান করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়া করণ শিল্প ও বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায়। আজকাল-এর প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায়ের কণিষ্ঠ ভ্রাতা মৃত্যুঞ্জয় রায় এবং ভগিনেয় হিমাদ্রি ঘোষ-এর হাতে স্মারক তুলে দেওয়া হয়। হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাণা চ্যাটার্জি, হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক এবং চিত্রকর দিবাকর চক্রবর্তী। মন্ত্রী অরূপ রায় বলেন, "রণি রায় আমাদের সমাজের এক আদর্শ চিত্র সাংবাদিক ছিলেন। তার কাজ এবং অবদান আমাদের কাছে চিরকাল স্মরণীয় থাকবে।" এই অনুষ্ঠানের মাধ্যমে মন্ত্রী সরকারের পক্ষ থেকে রণি রায়ের সাংস্কৃতিক ও সামাজিক অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন, যা একটি উদাহরণ হিসেবে প্রজন্ম থেকে প্রজন্মে সম্প্রচারিত হবে। এই স্মরণোৎসব নির্দেশ করে যে, সাংবাদিকতা শুধুমাত্র পেশা নয়, বরং এটি একটি দায়িত্ব এবং সমাজের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

error: Content is protected !!