Reported By :- Binoy Roy
আজ 27.01.2025 সোমবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন অধীর রঞ্জন চৌধুরী।
তিনি সাংবাদিকদের প্রশ্ন সমূহের উত্তরে বলেন ওয়াকাপ সম্পত্তির দখলের কথা । বর্ণনা দেন সরকার একটি মিথ্যে আইনি ফাঁদ তৈরি করে সংখ্যালঘুদের থেকে ওয়াকাপ সম্পত্তি দখল করছেন। সেজন্য কংগ্রেস,- বিজেপি সরকারের বিরুদ্ধে দিল্লিতে আন্দোলন ঘোষণা করেছেন এবং আন্দোলন চালাচ্ছে যা আগামী দিন বহাল থাকবে ।
তিনি আরও বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে নতুন করে কোন কর্মসংস্থান বা শিল্প উন্নতি দেখাতে পারেননি, এদিকে বেকার যুবকদের কর্মসংস্থানে যোগ করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন।
দাদপুরে যে বিমানবন্দর হওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তার বর্তমান কি অবস্থা জানতে চাইলেন অধীর রঞ্জন চৌধুরী ।
” বাংলার মানুষ বহু দিন আগে বিধানচন্দ্র রায়ের আমলে যে উন্নয়ন দেখেছেন সেরকম উন্নয়ন আর হবে কি? ” সে নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন অধীর রঞ্জন চৌধুরী।