ট্রাক চালকদের নিয়ে সচেতনতা শিবির বহরমপুরে

ট্রাক চালকদের নিয়ে সচেতনতা শিবির বহরমপুরে

Reported By:- Binoy Roy

গতকাল মুর্শিদাবাদে দুটি বাস দুর্ঘটনায় দুই গাড়ি চালকের মৃত্যুর পরে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। বুধবার বহরমপুর থানার কনফারেন্স হলে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ট্রাক ইউনিয়নের সদস্যদের ডেকে আলোচনা শিবিরে জানানো হয় ট্রাক চালকরা মদ্যপ অবস্থায় কোন ভাবে গাড়ি না চালায়। খালাসির হাতে ট্রাকের স্টিয়ারিং দেওয়া যাবে না। দ্রুত গতিতে গাড়ি চালানো যাবে না। প্রতিক্ষেত্রে চালকদের লাইসেন্স বাতিল সহ অন্যান্য পদক্ষেপ গ্রহন করা হবে। ইউনিয়নের সদস্যদের এই বিষয়ে সতর্ক করা হয়৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল, বেলডাঙ্গা এস ডি পি ও সেখ সামসুদ্দিন, বহরমপুর থানার আই সি রাজা সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Leave a Reply

error: Content is protected !!