REPORTED BY:- MASUD RANA
রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের উদ্যোগে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তগুত চক গ্রামের চন্দ্রকান্ত ললিত মোহন রেশম খাদি সমিতির নিকটে ভৈরব নদীর উপরে অতি সুন্দর পার্ক নির্মাণের উদ্দেশ্যে পরিদর্শন করলেন উক্ত বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন ও রাণীনগর 1 ব্লকের bdo মোহাম্মদ ইকবাল এছাড়া রাণীনগর 1 ব্লকের বন ভূমি কর্মধক্ষ নারায়ণ চন্দ্র দাস, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেগম হাসিনা নুসরাত ।
