Skip to content
গোয়েন্দা নয়, রহস্যের সমাধানে সিদ্ধহস্ত পৃথ্বীরাজ

গোয়েন্দা নয়, রহস্যের সমাধানে সিদ্ধহস্ত পৃথ্বীরাজ

Reported By :- NEWS Desk

বৃহস্পতিবার (06.02.2025)উদ্বোধন হয়ে গেলো লেখক অরিন্দম বসুর পঞ্চম বই রহস্য উপন্যাস ‘দ্য ক্যালকাটা কোভেনান্ট’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতিমান অভিনেতা সপ্তর্ষি মৌলিক, দোলন দাস ভৌমিক এবং সৈকত মজুমদার। বইটি একটি জমজমাট থ্রিলার, যাতে নতুন গোয়েন্দা চরিত্র পৃথ্বীরাজ ব্যানার্জী রহস্য উন্মোচনের কাহিনী তুলে ধরা হয়েছে ।

অরিন্দম বসু বললেন, ‘‘পৃথ্বীরাজের চরিত্রটি তৈরি হয়   একটি খুবই  সাধারণ মুহূর্ত থেকে। একদিন বাগান পরিচর্যা করার সময় আমার মনে হলো, একটি নতুন গোয়েন্দা চরিত্র  তৈরি করি?  সেই মতো স্ত্রীর সঙ্গে সেই ভাবনার আদান-প্রদান থেকেই শুরু হয়  ও তৈরি হয় নতুন গোয়েন্দা গল্প ।’’

লেখক আরও জানিয়েছেন, পৃথ্বীরাজ পেশায় একজন গোয়েন্দা নন, কিন্তু তিনি রহস্যে সমাধানে সিদ্ধহস্ত। তাঁর চরিত্রের মাধ্যমে পাঠকের কাছে আসবে এক নতুন অভিজ্ঞতা, যা শুধু মজার নয় বরং পাঠক কে ভাবাবে। ‘দ্য ক্যালকাটা কোভেনান্ট’-এর মাধ্যমে পাঠকরা এক নতুন গোয়েন্দা অভিযানের সাক্ষী হয়ে উঠবেন, যা তাদের উত্তেজনায় ভরিয়ে তুলবে।

বইটি পাঠকদের জন্য এক বিশেষ উপহার, যেখানে রহস্যের জালে জড়িয়ে থাকা পৃথ্বীরাজের কাহিনী তাদের অন্তরে গভীর ছাপ ফেলবে।

Leave a Reply

error: Content is protected !!