Skip to content
বইমেলার মঞ্চে সন্ধ্যা প্রকাশনের উজ্জ্বল আগমন

বইমেলার মঞ্চে সন্ধ্যা প্রকাশনের উজ্জ্বল আগমন

Reported By :- News Desk

গত (06.02.2025) বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়-কে সাথে নিয়ে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণে সন্ধ্যা প্রকাশনের স্টলে এসে বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশ সহ প্রকাশনা সংস্থার ওয়েবসাইট (www.sandhyaprokashan.com)-এর আনুষ্ঠানিক উন্মোচন করলেন রাজ্যের জয়েন্ট কমিশনার (রেভিনিউ) তথা খ্যাতনামা আলোকচিত্রী অনুপম হালদার। 

  

গ্রন্থ প্রকাশ ও ওয়েবসাইট উদ্বোধনের পর শ্রী হালদার এদিন সন্ধ্যা প্রকাশনের তরুণ কর্ণধার সাংবাদিক ও লেখক শংকর দত্ত – র ভুয়সী প্রশংসা করেন।

 তিনি বলেন,এই মুহূর্তে শুধু আন্তর্জাতিক কলকাতা বইমেলা নয় গোটা বাংলা প্রকাশন জগতে সন্ধ্যা প্রকাশন একটি বিশেষ নাম।

 টগবগ করে ছুটে বেড়ানো ঘোড়ার মতোই সন্ধ্যা প্রকাশন যে আজ রাজ্যে থেকে দেশের বাইরে ছড়িয়ে পড়ছে তাদের ওয়েবসাইট টিই তার প্রমাণ।

 তিনি এও জানান, গোটা বিশ্বে যেখানেই বাঙালি পাঠক ও লেখক আছেন তাঁরা এবার মুহূর্তেই এক আঙুলের ছোঁয়ায় সন্ধ্যা প্রকাশন এর সমস্ত কাজকর্ম জেনে যেতে পারবেন তাদের ওয়েবসাইট টি ক্লিক করলেই। সন্ধ্যা প্রকাশনের বিভিন্ন ব্যতিক্রমী বইয়ের বিষয় ভাবনা দেখে তিনি অভিভূত হন এবং একই সঙ্গে সংস্থার কর্ণধার শংকর দত্তর প্রশংসা করেন।

Leave a Reply

error: Content is protected !!