খেলতে গিয়ে বোমা ফেটে জখম দুই শিশু

REPORTED BY:- MASUD RANA

আহত শিশুদের নাম জুনাইদ হোসেন (6) ও ফারহান সেখ (5)। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ধুলাউড়ির তুলসীপুর শিশেপাড়া এলাকায়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানাযায়, এলাকারিই মসলেম মন্ডল এবং গাজলু সেখের দুই নাতি একসাথে খেলা করছিল এক পাটকাটির গাদার পাশে। খেলতে খেলতে পাটকাটির গাদার উপরের দিক থেকে বোমা পড়ে ফেটে যায়। তখনিই বোমা ফেটে আহত হয় দুই শিশু। বোমা ফাটার আওয়াজ শুনে ছুটে এসে উদ্ধার করে আহতদের। তাদের মধ্যে গুরুতর আহত হয় জুনাইদ হোসেন। তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে শারিরিক অবনতীর কারনে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগের তীর গাজলু সেখের বিরুদ্ধে। যদিও গাজলু সেখের স্ত্রী বোমা রাখার ঘটনা অস্বীকার করেন। তিনি জানান, কে বোমা রেখেছে তার অজানা। ঘটনার পরেই ঘটনাস্থলে আসেন ডোমকল থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার করে বলে জানান স্থানীয়রা।

Leave a Reply

error: Content is protected !!