Reported By :- Masud Rana
৫ই মার্চ ২০২৫ অর্থাৎ বুধবার, নদিয়ার হোগালবাড়িয়া থানার পুলিশ সম্প্রতি টোটোর ব্যাটারি চুরির ঘটনায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দীর্ঘদিন ধরে চলা এই চুরির ঘটনার তদন্তে নেমে, পুলিশ মুর্শিদাবাদের ডোমকল থেকে তিনজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে। তাঁদের সঙ্গে একটি মারুতি গাড়িও জব্দ করা হয়েছে, যা চুরির সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অপর একজন অভিযুক্তের নাম উঠে আসে, যাকে পরে গ্রেফতার করা হয়। এই অভিযানের ফলে ১২টি চুরি হওয়া টোটোর ব্যাটারি উদ্ধার করা হয়েছে, যা এলাকার টোটো চালকদের মধ্যে স্বস্তির লক্ষণ হিসেবে দেখা দিয়েছে।
পুলিশ জানিয়েছে, অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। এই সফল অভিযানের ফলে স্থানীয় জনগণের মধ্যে পুলিশ বিভাগের প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে। টোটো চালকরা এখন নিরাপদে তাদের যানবাহন ব্যবহার করতে পারবে, যা এলাকায় শান্তি বজায় রাখতে সহায়ক হবে।