Skip to content
পানিহাটিত জমির অধিকার রক্ষায় আন্দোলন

পানিহাটিত জমির অধিকার রক্ষায় আন্দোলন

Re

গতকাল অর্থাৎ ৫ই মার্চ ২০২৫ বুধবার, পানিহাটির সোদপুর মধ্যমগ্রাম রোডে অবস্থিত অমরাবতী মাঠ এবং ঠাকুর কর্নার নিয়ে জমির অধিকার রক্ষায় আন্দোলনে নেমেছে বামফ্রন্ট ও পানিহাটি নাগরিক সমাজ। সম্প্রতি জানা গেছে যে, এই দুটি জায়গা নিয়ে নির্মাণের পরিকল্পনা করেছে কিছু জমি দখলকারী। এ খবর জানাজানি হলে, স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ দেখা দেয় এবং তারা আন্দোলনে নামার সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী ও বিভিন্ন সরকারি দফতরে চিঠি পাঠিয়ে সই সংগ্রহ করেছে আন্দোলনকারীরা। পানিহাটি বামফ্রন্টের নেতা দুলাল চক্রবর্তী জানান, সরকার যদি অমরাবতী মাঠ অধিগ্রহণ করে তবে সেটিকে সাংস্কৃতিক চর্চার কেন্দ্র ও ক্রীড়া স্টেডিয়ামে রূপান্তরিত করার জন্য তাদের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, কলকাতা হাইকোর্টের একটি রায়ের উল্লেখ করে বলা হয়েছে যে, অমরাবতী মাঠকে বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না। তাই, আন্দোলনকারীরা আশাবাদী যে, সরকার তাদের দাবির প্রতি গুরুত্ব দেবে এবং এই মাঠে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ক্রীড়ার প্রসার ঘটানোর উদ্যোগ গ্রহণ করবে। দুলাল চক্রবর্তী আরও জানিয়েছেন, "যদি সরকার অন্য কোনো উদ্দেশ্যে অমরাবতী মাঠের সঙ্গে সংশ্লিষ্ট হয়, তাহলে আমরা আবারও আন্দোলনে নামব। আমাদের লক্ষ্য এখানকার সাংস্কৃতিক ও ক্রীড়া জীবনকে সমৃদ্ধ করা।" এদিকে, ঠাকুর কর্নার মাঠকেও একটি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়েছে, যা পানিহাটির মানুষের কাছে একটি নতুন বিনোদনের সুযোগ সৃষ্টি করবে।

Leave a Reply

error: Content is protected !!