Skip to content
দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষ্যে ভাকুড়ি রেলগেটে আন্ডারপাস

দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষ্যে ভাকুড়ি রেলগেটে আন্ডারপাস

Reported By :- Binoy Roy

বহরমপুরের ভাকুড়ি রেলগেটে অবিলম্বে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু হতে চলেছে। (08.03.2025) শনিবার সকালে এলাকায় পরিদর্শন করতে এসে বিধায়ক কাঞ্চন মৈত্র জানান, এই প্রকল্পটি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়া হয়েছে।

তিনি বলেছেন, “পথচলতি জনসাধারণের সমস্যার কথা মাথায় রেখে আমরা রেল কর্তৃপক্ষের কাছে দাবি করেছি যে, যত দ্রুত সম্ভব আন্ডারপাসটির কাজ শুরু করা হোক।” এলাকার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করেন।

মৈত্র আরও যোগ করেন, “আমাদের লক্ষ্য ২০২৬ সালের মধ্যে এই কাজ সম্পন্ন করা।” অন্যদিকে, ভাকুড়ি রেলগেট লাগোয়া চালতিয়া বিলের ড্রেনটি দীর্ঘদিন ধরে অবহেলায় রয়েছে। এই ড্রেনের গুরুত্ব সম্পর্কে মৈত্র বলেন, “বহরমপুর শহরের জন্য এই ড্রেনটির সংস্কার অপরিহার্য।

আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির কাছে অবিলম্বে সংস্কারের জন্য দাবি জানাচ্ছি।” এলাকার উন্নয়ন এবং নাগরিক সুবিধার দিকে নজর দিতে এই উদ্যোগগুলো কেমন ভূমিকা রাখবে, তা দেখার অপেক্ষায় রয়েছে স্থানীয় জনগণ।

Leave a Reply

error: Content is protected !!