Skip to content
দোল পূর্ণিমায় ‘রং মহোৎসব’: কলকাতার সংস্কৃতির রঙিন উৎসব

দোল পূর্ণিমায় ‘রং মহোৎসব’: কলকাতার সংস্কৃতির রঙিন উৎসব

Reported By :- NEWS Desk

কলকাতা (৭ মার্চ ‘২৫): দোল পূর্ণিমা বা হোলি-র প্রাক্কালে কলকাতার অন্যতম ইভেন্ট প্ল্যানার সংস্থা ‘আইকনিক’ আগামী ১২ মার্চ শুক্রবার সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মানিকতলার ‘শ্রীধেশ্বর শিব সমাজ সংঘ’ প্রাঙ্গণে ‘রং মহোৎসব’ নামক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে।

আজ (08.03.2025 শনিবার) ‘আইকনিক’ কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার প্রধান রূপা মালাকার জানান, “এই ‘রং মহোৎসব’ অনুষ্ঠানে আমরা সৃজনশীলতা ও আনন্দের একটি মিলনমেলা তৈরি করতে চাই। এই উৎসবের মাধ্যমে কলকাতার সংস্কৃতির রঙিন দিক তুলে ধরা হবে।”

সাংবাদিক সম্মেলনে উপস্থিত অতিথি হিসেবে ছিলেন গার্গী গুপ্ত ও নিতু শা। তারা উভয়েই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এমন অনুষ্ঠান আমাদের সংস্কৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি আমাদের মধ্যে সবার মধ্যে একতা ও বন্ধুত্ব গড়ে তুলবে।”

এছাড়া, আগামী ৩০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত কলকাতার ‘গ্যালারি গোল্ড’-এ ‘আইকনিক’-এর প্রথম ফটোগ্রাফি এক্জিবিশনের আয়োজন করা হবে, যা কলকাতার স্থানীয় ও জাতীয় ফটোগ্রাফারদের কাজে প্রদর্শনী হিসেবে কাজ করবে।

এই সব আয়োজন একত্রে কলকাতার সাংস্কৃতিক দৃশ্যকে আরো সমৃদ্ধ করবে, এবং সারা শহরের মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ ছড়িয়ে দেবে।

 

Leave a Reply

error: Content is protected !!