REPORTED BY:-BINOY ROY
কোভিড বিধি মেনে সমস্ত স্কুল কলেজ খোলার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখাল মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ।এদিন দুপুরে বহরমপুর জেলা ছাত্র পরিষদ অফিস থেকে মিছিল বের করে সেই মিছিল যায় প্রশাসনিক ভবনে সেখানে বিক্ষোভ দেখায়,সেখান থেকে মিছিল করে তারা যায় ডি,আই অফিসের সামনে সেখানেও বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের কর্মীরা।মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদ সভাপতি হজরত আলী বলেন যেখানে রাজ্যজুড়ে মেলা,খেলা হচ্ছে এমনকি সমস্ত রাজনৈতিক দলের কর্মসূচি সভা মিছিল হচ্ছে সেখানে কোভিড বিধি মেনে স্কুল কলেজ খোলার ব্যবস্থা করা হচ্ছে না কেন।স্কুল কলেজ বন্ধ রেখে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে এই সরকার তাই তাদের এই বিক্ষোভ। তাদের দাবি অবিলম্বে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ খুলতে হবে। না হলে আগামীতে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।
