Skip to content
“রাজনৈতিক শোষণের শিকার বাংলার মহিলারা”:অধীর রঞ্জন চৌধুরী

“রাজনৈতিক শোষণের শিকার বাংলার মহিলারা”:অধীর রঞ্জন চৌধুরী

Reported By :- Binoy Roy

আজ ১১ই মার্চ ২০২৫, মঙ্গলবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র অভিমান প্রকাশ করেছেন। তিনি দাবি করেন যে, পশ্চিমবঙ্গে মহিলাদের প্রতি অত্যাচার বৃদ্ধি পাচ্ছে এবং তৃণমূলের নেতারা তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোগ বিলাসের পণ্য হিসেবে ব্যবহার করছেন।

 তিনি অভিযোগ করেন, তৃণমূলের নেতারা মহিলাদেরকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করছেন, যা সমাজের জন্য অত্যন্ত চিন্তার বিষয়।

চৌধুরী বলেন, “রাজনীতির অঙ্গনে মহিলাদের নিরাপত্তা ও মর্যাদা সুরক্ষিত রাখতে হবে। বর্তমান পরিস্থিতি মহিলাদের জন্য অমানবিক এবং চলছে এক ধরনের সামাজিক নির্যাতন।” তাঁর এই মন্তব্য বাংলার রাজনৈতিক দৃশ্যপটকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

অধীর রঞ্জন চৌধুরী বলেন, “এই রাজ্যের জন প্রতিনিধিদের জন্য বরাদ্দ করা অর্থ মানুষের কল্যাণে খরচ করতে দেওয়া হয়নি। বরং, তৃণমূলের পক্ষ থেকে হিংসাত্মক রাজনীতি দেখা যাচ্ছে।” তিনি আরো উল্লেখ করেন যে, পশ্চিমবঙ্গে মৃত ব্যক্তির ভোট পড়ার ঘটনা বাড়ছে এবং বুথে যে সকল পোলিং অফিসার থাকে, তারা সকলেই রাজ্য সরকারের নিয়োজিত কর্মী।

এছাড়াও, অধীর রঞ্জন চৌধুরী জানান, কংগ্রেস কখনো জোরপূর্বক কিংবা বেআইনিভাবে নির্বাচন চালায়নি, তবে বর্তমান রাজ্য সরকার প্রতি নির্বাচনের সময় এই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে।

কংগ্রেস নেতা এ বিষয়ে রাজ্যবাসীর সতর্কতা জোরালো করার আহ্বান জানিয়েছেন এবং শীঘ্রই এই অবস্থার পরিবর্তনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করছেন।

Leave a Reply

error: Content is protected !!