Reported By :- Binoy Roy
আজ ১৩ই মার্চ ২০২৫ বৃহস্পতিবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস দলীয় নেতা মাননীয় অধীর রঞ্জন চৌধুরী । তিনি সাংবাদিক সম্মুখে রাজ্যের বেশ কিছু রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডের উপর মন্তব্য উপস্থাপন করলেন ।
1. তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী কি ভুলে গেছেন এ রাজ্যের সাংস্কৃতি এ রাজ্যের সমস্ত ধর্মীয় মানুষের আচার-আচরণ? তিনি কি জানেন না এ রাজ্যের হিন্দু মুসলমান একইভাবে যুগ যুগ ধরে তাদের উৎসব পালন করে থাকে শান্তভাবে। কিন্তু তৃণমূল সরকার আসার পর থেকে চারিদিকে সাম্প্রদায়িক বিভাজনের গন্ধ যেন থেকেই যায়। মাননীয় মুখ্যমন্ত্রীকে এই সমস্ত দিকগুলো খতিয়ে দেখার আহবান জানালেন অধীর রঞ্জন চৌধুরী।
2. মাননীয় মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়ে বললেন কখনো মন্দিরে যাচ্ছেন পূজা করতে কখনো মসজিদ যাচ্ছেন ইফতার করতে, কখনো সরকারি পুজি নষ্ট করে রাস্তায় হলি উৎসব উদযাপন করছেন, কখনো সেই পুঁজিতে ইফতার দিচ্ছেন এগুলো না করে যদি সবজির দামটা একটু কমিয়ে দিতেন। মানুষের ভাতা গুলো একটু বাড়িয়ে দিতেন তাহলে এ রাজ্যের জনগণ কিছুটা শান্তির নিশ্বাস ফেলতো !
3. অধীর রঞ্জন চৌধুরী বলেন মাননীয় বৃক্ষ মন্ত্রী সব জায়গায় বলেন আমি ধর্মনিরপেক্ষ মানুষ আমি চাই না ধর্ম-বিভাজন, কিন্তু গত নির্বাচনে সমস্ত জেলায় তৃণমূলের মন্ত্রীরা আলাদা আলাদা সম্প্রদায়ের মানুষদেরকে উত্ত্যক্ত করে তাদেরকে ভয় দেখিয়ে জয় করলেন গোটা রাজ্য তখন আপনি চুপ ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
4. রাজ্যে জাল ঔষধ সাপ্লাই বেড়েই চলেছে যার জেরে সাধারণ মানুষ রোজ বিপাকে পড়ছেন এ রাজ্যের জনগণের ক্ষতি হচ্ছে। কিন্তু কোনদিন জ্বাল ওষুধের ফ্যাক্টরির বিরুদ্ধে কোন পদক্ষেপ নেন নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।