Reported By Manoj Das
15/03/2025-শান্তিনিকেতনের সোনাঝুড়ির জঙ্গলে যখন তিল ধারণের ঠাঁই নাই, তখনই প্রকৃতিকে ভালোবেসে “অন্যরকম” বসন্ত উৎসব ও বর্ষ বরণ পালনের সাক্ষী থাকলো মানুষ। বসন্ত পূর্ণিমার দিন, সকাল থেকেই রবীন্দ্রনাথের গান আর মাদলের তালে, গোটা এলাকা নেচে উঠলো। এই উৎসবে গ্রামীণ আদিবাসীদের পাশাপাশি কলকাতার নাগরিকরাও অংশ নেন।
শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পজিটিভ বার্তার যৌথ উদ্যোগে, স্বাধীন ট্রাস্ট, ওয়েস্ট বেঙ্গাল মিডিয়া ফোরামসহ অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত বাহা উৎসব (ফুলের উৎসব) প্রকৃতির প্রতি ঋণ স্বীকার করার একটি বিশেষ উপলক্ষ।
ঋতুরাজ বসন্ত তার রূপের ডালি উজাড় করে প্রকৃতিকে সাজিয়ে তোলে। আদিবাসীদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি, এই উৎসব প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্ককে তুলে ধরেছে। সঙ্গীতশিল্পী রথীন কিস্কু বলেন, “নতুন শাল ফুল ও শাল পাতা দিয়ে আমরা এই বাহা উৎসব উদযাপন করি।”
এই উৎসবে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা অধ্যাপক ডাঃ সুশান্ত বন্দ্যোপাধ্যায়, শান্তিনিকেতন মেডিকেল কলেজের ডিন ডাঃ অয়ন গোস্বামী মতো বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি এক নতুন মাত্রা যোগ করেছে।
মলয় পীট, সভাপতি শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল বলেন, “আমরা আদিবাসীদের এই বাহা উৎসবের মাধ্যমে সর্ব ধর্মের মেলবন্ধন করে সামাজিক উন্নয়নের বার্তা দিতে চাইছি।”
বাহা উৎসব উপলক্ষে সারাদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়, যা মানুষের মধ্যে উৎসবের আমেজ ভাগ করে নিতে সাহায্য করে।