REPORTED BY:- MASUD RANA
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নাজিরপুরে অভিযান চালিয়ে আসরাফুল ইসলাম নামে 47 বছরের এক ব্যক্তিকে আটক করে ইসলপুর থানার পুলিস এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়, ইম্প্রোভাইজড লোহার তৈরি পিস্তল পাইপগান ফায়ার আগ্নেয়াস্ত্র দৈর্ঘ্য প্রায় নয় ইঞ্চি, এক রাউন্ড গুলি, ধৃত ওই ব্যক্তিতে আজ বহরমপুর জেলা আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়ে আসা হবে বলে পুলিশ সূত্রের খবর।