Skip to content
কেন্দ্রীয় অর্থের অপব্যবহার করছে রাজ্য সরকার : অধীর রঞ্জন চৌধুরী

কেন্দ্রীয় অর্থের অপব্যবহার করছে রাজ্য সরকার : অধীর রঞ্জন চৌধুরী

Reported By :- Binoy Roy

আজ ২৬শে মার্চ ২০২৫ অর্থাৎ বুধবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে উপস্থিত সাংবাদিক গন সম্মুখে কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বর্ণনা করলেন রাজ্যে চলমান সমস্ত ক্ষতিগ্রস্ত দিকগুলি।                                              

 

1, তিনি জানালেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে জমি দখলের অভিযোগ নতুন নয়, তবে বর্তমানে এর মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্থানীয়রা জানাচ্ছেন, পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত একটি শক্তিশালী জমি মাফিয়ার নেটওয়ার্ক তাদের জমি দখল করার চেষ্টা করছে। অভিযোগ উঠেছে, এই নেটওয়ার্কের সদস্যরা সরকারি জমি থেকে শুরু করে ব্যক্তিগত জমিও দখল করতে কোমর বেঁধে নেমেছে।                                                

 

2,দেউচা পাচামির কোলে সম্ভাব্য চাকরির সুযোগ ও প্রকল্পের সাংবাদিক সম্মেলনে অধীর রঞ্জন চৌধুরী যে প্রশ্নগুলো তোলা উচিত বলে মনে করেন, তা এখনো অমীমাংসিত রয়ে গেছে। এলাকার সচেতন নাগরিকরা এখন জানতে চান, প্রকল্পটির বাস্তবতা কতটা এবং এতে সাধারণ মানুষের কাজের সুযোগ কিভাবে নিশ্চিত হবে।                

 

3, রাজ্য সরকার কেন্দ্রীয় অর্থের যথাযথ ব্যবহার না করে তা নিজের স্বার্থে ব্যবহার করছে। বিজেপির তীব্র সমালোচনা ও পাল্টা অভিযোগের মধ্যে বাস্তবতা কী, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

 

4,অধীর রঞ্জন চৌধুরী দাবি জানাচ্ছেন, জমির অধিকার ও প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নের জন্য। তাদের প্রশ্ন, যদি সরকারের শাসন সঠিক হয়, তবে কেন তাঁদের জমি দখল হওয়ার খবরে উদ্বিগ্ন হতে হচ্ছে?

Leave a Reply

error: Content is protected !!