REPORTED BY:- MASUD RANA
দীর্ঘ প্রায় তিন বছর যাবত চুনাখালি জলঙ্গি এবং গোধনপাড়া ডোমকল। রাস্তার বেহাল দশা ছিল। 63 নম্বর রানীনগর বিধানসভায় সৌমিক হোসেন বিধানসভা নির্বাচন দুই হাজার একুশে দাঁড়াবার পরেই এই এলাকার মানুষের আবদার ছিল এ রাস্তার আপনি তাড়াতাড়ি সংস্কার ব্যবস্থা করবেন তখন কথা দিয়েছিলেন সৌমিক হোসেন যে সবার আগে রাস্তার কাজ দেখবেন সে মোতাবেক গত নভেম্বরে গোধনপাড়া ডোমকল রাস্তাটির জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ হয় এবং টেন্ডার হয় আর গত 27 জানুয়ারি আশেস এই শুভক্ষন যেদিন চুনাখালি জলঙ্গি 29 কিলোমিটার রাস্তার জন্য প্রায় 46 কোটি টাকা বরাদ্দ হয় এবং টেন্ডার নোটিশ। যার খবর পেয়ে অত্র এলাকার মানুষ খুবই আনন্দিত এবং বিধায়ক শমিক হোসেন কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
