Skip to content
সাম্প্রদায়িক বিস্ফোরণের সর্তকতা : অধীর রঞ্জন চৌধুরী

সাম্প্রদায়িক বিস্ফোরণের সর্তকতা : অধীর রঞ্জন চৌধুরী

Reported By :- Binoy Roy

আজ ৩০ মার্চ ২০২৫ রবিবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে কংগ্রেস দলনেতা মাননীয় অধীর রঞ্জন চৌধুরী ব্যাখ্যা করলেন শাসকদলের সমস্ত খারাপ নীতিগুলো ।                     

অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করেছেন যে তৃণমূল পার্টি পরিকল্পিতভাবে মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক মানসিকতা তৈরি করছে। তিনি বলেন, “মানুষকে অসহায় লাগছে, এবং রাজনৈতিক দলগুলো যে বৈষম্যের বাতাবরণ তৈরি করছে, তা সাধারণ মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করছে।”

 

তিনি জানান যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “আমি প্রশাসনকে বলতে চাই, মুর্শিদাবাদের এবং বাংলার সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে চিন্তা করা খুবই জরুরি,” বলেছেন তিনি।

 

চৌধুরীর ভাষ্য অনুযায়ী, “সরকারি মদত ছাড়া দাঙ্গা হয় না। গত লোকসভা নির্বাচনে আমাকে হারানোর জন্য পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানো হয়েছিল।” তিনি আরও বলেন, “দেশের অর্থনৈতিক বৈষম্য বাড়ছে, যা মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।”

 

এছাড়া, তিনি সরকারের ওপর চাপ দিয়েছেন যে সাম্প্রদায়িক উত্তেজনার বিস্ফোরণ ঘটার আগে প্রশাসন কতটা প্রস্তুত, সেটি নিয়ে ভাবতে হবে। নেতার মতে, “রাজনৈতিক দলে ধর্মীয় সঙ্কীর্ণতার প্রভাব না পড়ে, সাধারণ মানুষের স্বাধীন ইচ্ছেকে সম্মান করা উচিত।”

 

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যে রাজনৈতিক মতাদর্শের পরিবর্তে মানবিক সম্পর্ক স্থাপন করা প্রয়োজন। “আপনারা যাকে খুশি ভোট দিন, তবে ধর্মীয় বিভেদে না গিয়ে,” বলেছেন নেতা।

 

এই পরিস্থিতিতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং অর্থনৈতিক বৈষম্য দূর করার বিষয়ে আলোচনা চলমান থাকবে।

Leave a Reply

error: Content is protected !!