Reported By :- Manoj Das
বরানগরের টপিন রোডে গতকাল ৫ই মার্চ ২০২৫ চাকরি হারানো যোগ্য প্রার্থীদের পক্ষে প্রতিবাদ অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদে অংশগ্রহণ করেন বরানগর ছাত্র যুব মহিলা সংগঠনের সদস্যরা, যারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেন। সংগঠনের নেতারা অভিযোগ করেন যে, অযোগ্য প্রার্থীদের কারণে যোগ্য প্রার্থীরা চাকরি পাচ্ছেন না।
এসএফআই উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি দীপ্ত জিৎ দাস বলেন, “মুখ্যমন্ত্রী বামপন্থীদের দোষারোপ করে দায় এড়াতে চাইছেন। তবে বাস্তবতা হলো, সরকারের অবহেলার কারণে আমাদের মধ্যে অসন্তোষ বেড়ে চলেছে।”
প্রতিবাদের অংশ হিসেবে সংগঠনটি বিটি রোডে গাড়ির চাকা অবরোধ করে, যা কিছুক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। সংগঠনের সদস্যরা দাবি করেন যে, যুব সমাজের ভবিষ্যত রক্ষার জন্য এই আন্দোলন অত্যাবশ্যক।
এই প্রতিবাদ কর্মসূচি লক্ষ্য করেই স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সাড়া পড়েছে, এবং যুবদের চাকরি সংক্রান্ত সমস্যাগুলোর সমাধানের জন্য উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে।