REPORTED BY :- BINOY ROY
সরস্বতী পুজোর আগের দিন বৃষ্টিপাত ।মাথায় হাত সরস্বতী পুজো মৃৎ শিল্পীদের মধ্যে। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গ সহ মুর্শিদাবাদ জেলা জুড়ে চলছে এক নাগারে বৃষ্টিপাত। আর এই বৃষ্টির জেরে পূজো উদ্যোক্তাদের পাশাপাশি মৃৎ শিল্পীদের মাথায় হাত পড়েছে। যদিও বিকালে ধীরে ধীরে আকাশ পরিস্কার একটু পরিস্কার হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ