নিকাশি ব্যবস্থা না থাকার কারনে ববহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান জলমগ্ন

নিকাশি ব্যবস্থা না থাকার কারনে ববহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান জলমগ্ন

REPORTED BY:- BINOY  ROY

শুক্রবার ভোর থেকে জেলাব্যাপী শুরু হয়েছে ঝিরঝিরে অবিরাম বৃষ্টি। আর সেই বৃষ্টিতে বহরমপুর ব্যারাক স্কোয়ারের গোটা মাঠে জমে গিয়েছে জল। প্রশ্ন উঠছে নিকাশি ব্যবস্থা নিয়ে। বর্তমানে ব্যারাক স্কোয়ার মাঠে চলছে জোনাল খাদি মেলা। তবে খাদি মেলায় যারা এসেছেন অর্থাৎ যারা দোকান বসিয়েছেন, তারা প্রবল সমস্যা পড়েছেন। কি ভাবে ক্রেতারা আসবেন তাই নিয়ে সংশয় তাদের। যদিও পাম্প মেশিন দিয়ে জল নিকাশি করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। সামনেই পৌরসভার ভোট আর এই নিকাশী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। শুক্রবার সকাল থেকে গোটা জেলা জুড়ে বৃষ্টিপাত চলছে আবহাওয়া দফতর পুর্বাভাস অনুযায়ী।

Leave a Reply

error: Content is protected !!