Reported By Mahatab Chowdhury
কলকাতা (২১ এপ্রিল ‘২৫): গতকাল সন্ধ্যায় কলকাতার আইসিসিআর-এ অনুষ্ঠিত ‘বঙ্গ পুরুষ সম্মান ২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১৯ জন স্ব স্ব ক্ষেত্রে বিশেষ প্রতিভা প্রদর্শনকারী পুরুষকে সম্মাননা প্রদান করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী (হালদার) এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশিষ্ট তিনজনের হাতে পুরস্কার তুলে দেন।
এদিকে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী বুম্বা মুখার্জি, প্রখ্যাত বাউল শিল্পী পূর্ণদাস বাউল এবং মোটিভেশনাল স্পিকার সুজয় বিশ্বাস। পাঞ্চালি মুন্সী (হালদার) জানান, “নিজ হাতে বিদগ্ধ ব্যক্তিদের পুরস্কৃত করতে পেরে কৃতার্থ বোধ করছি।”
এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ছিল মানবাধিকার এবং সংস্কৃতির এক মিলনমেলা, যেখানে সাফল্য ও মানবতার প্রতি সম্মান জানানো হয়েছিল। শিল্পী, লেখক, সমাজকর্মী এবং বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিরা উপস্থিত থেকে এই বিশেষ মুহূর্তকে উদযাপন করেন এবং ভবিষ্যতের জন্য এক নতুন প্রেরণা লাভ করেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে কলকাতার সাংস্কৃতিক পরিচিতিতে নতুন মাত্রা যুক্ত হলো এবং আগামী দিনে আরও কৃতী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার আশা প্রকাশ করেছে আয়োজকরা।