অফলাইন ব্যবসার সম্প্রসারণে মাই চয়েস কৃত্রিম গহনার নতুন আউটলেটের উদ্বোধন

অফলাইন ব্যবসার সম্প্রসারণে মাই চয়েস কৃত্রিম গহনার নতুন আউটলেটের উদ্বোধন

Reported By:- News Desk

কলকাতা (২১ এপ্রিল ‘২৫): আজ চিনারপার্কের স্পন্সার শপিং মলে মাই চয়েসের নতুন কৃত্রিম গহনার স্টোরের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার রাই কিশোরী, চলচ্চিত্র পরিচালক নিতু সাহা, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর স্বাতী এবং জনপ্রিয় অভিনেত্রী ও আর. জে অনুপ্তা ঘোষালসহ আরও অনেক সেলিব্রিটি।

এই নতুন আউটলেটটি মাই চয়েসের সর্বশেষ শাখা, যেখানে ক্রেতাদের জন্য নেকলেস, কানের দুল, ব্রেসলেট ও আংটির বিভিন্ন আর্কষণীয় ডিজাইন উপলব্ধ। উদ্বোধনের সময়, সেলিব্রিটিরা গহনার প্রতি ক্রেতাদের আকৃষ্ট করার উপর আলোকপাত করেন এবং স্টোরের বিশেষত্ব তুলে ধরেন।

মাই চয়েসের নতুন গহনা স্টোরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর অনলাইন কেনাকাটার সুবিধা। গ্রাহকরা সহজে তাদের পছন্দের গহনা অনলাইনে অর্ডার করতে পারবেন, যেখানে দ্রুত ডেলিভারি, নিরাপদ অর্থপ্রদান এবং উচ্চ মানের গ্রাহক পরিষেবার নিশ্চয়তা রয়েছে।

গহনার প্রতি আগ্রহীদের জন্য মাই চয়েসের এই নতুন স্টোরটি একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে আবির্ভূত হতে চলেছে। আধুনিক ও শৈল্পিক ডিজাইনগুলি গ্রাহকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে। আগ্রহী সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে, একবার এসেই দেখে নিন মাই চয়েসের নতুন গহনার সম্ভার!

 

Leave a Reply

error: Content is protected !!