Skip to content
শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে আনার দাবিতে ছাত্রদের বিক্ষোভ

শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে আনার দাবিতে ছাত্রদের বিক্ষোভ

মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাজীপাড়া হরিদাস বিদ্যাবভনের ছাত্রছাত্রীরা শিক্ষকদের চাকরিতে ফিরিয়ে আনার জন্য মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জলঙ্গী-শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। শিক্ষকদের অভাবে স্কুলের কার্যক্রম ব্যাহত হওয়ায় এবং সামনে আসন্ন মাধ্যমিক পরীক্ষার উদ্বেগ নিয়ে তাদের এই প্রতিবাদ।

শিক্ষার্থীদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার, যাতে লেখা ছিল “শিক্ষক নেই, আমাদের ভবিষ্যৎ অন্ধকার”। তারা অভিযোগ করে বলেছে, “আমাদের স্কুলে শিক্ষক খুব কম। ক্লাসই হয় না। শুধু বসে থাকতে হয়। আমাদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে।”

বিক্ষোভের ফলে ওই অঞ্চলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে যাত্রীবাহী বাস, লরি, টোটো এবং বাইক সহ অন্যান্য যানবাহন আটকে যায়। পথ চলতি মানুষজনের মধ্যে ভোগান্তি বাড়তে শুরু করে। শেষ পর্যন্ত সাগরপাড়া থানার পুলিশ এসে শিক্ষার্থীদের অভিযোগ শোনে এবং তাদের বুঝিয়ে অবরোধ তুলে নিতে বাধ্য করে।

প্রায় এক ঘন্টা পর অবরোধ উঠে গেলে পুলিশ প্রশাসন যানবাহন চলাচল স্বাভাবিক করতে সক্ষম হয়। শিক্ষার্থীরা এখনো তাদের দাবি নিয়ে সোচ্চার রয়েছে, আশা করছেন যে সরকার তাদের সমস্যার প্রতি দ্রুত নজর দেবে।

Leave a Reply

error: Content is protected !!