Skip to content
Reported By Binoy Roy
বাক দেবীর আরাধনায় মাতল স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। শনিবার
জেলার বিভিন্ন প্রান্তে স্কুল কলেজ গুলিতে দেবী সরস্বতী পুজো শুরু
হয় সকাল থেকে। গত ২ বছর ধরে করোনা আবহের কারনে
সেভাবে সরস্বতী পুজোতে আনন্দ উপভোগ করতে পারেনি ছেলে
মেয়েরা। এবারেও কোভিড বিধি মেনে অন্যান্য বছরের তুলনায়
কিছুটা হলেও আনন্দে মেতেছে তারা। সকাল থেকে আলপনা সহ
ফুলের মালায় দেবীকে সাজানো গোছানো করে যুবক যুবতীরা।
পুজো শেষে পুস্পাঞ্জলী দেয় তারা। তারপর প্রসাদ বিতরণ। সরস্বতী
পুজো মানেই বাঙালীর ভ্যালেন্টাইন্স ডে। এদিন সকাল থেকে
মেয়েরা নতুন শাড়ি পড়ে পুজো দেখতে বের হয়। পাশাপাশি বন্ধু
বান্ধবীদের সারাদিনের ঘোরাঘুরি।
error: Content is protected !!