” আমাদের শক্তি,আমাদের গ্রহ “
এই বিষয়ের উপর বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন, ” প্রকৃতি আমাদের মা,প্রকৃতি ভালো থাকলেই আমরা ভালো থাকবো।প্রকৃতির শক্তি সঠিক ব্যবহার আমাদের আগামীতে নিশ্চিত ভবিষ্যত ও সুস্থ পরিবেশ উপহার দেবে। অতিরিক্ত কয়লা থেকে তাপ বিদ্যুৎ উৎপাদনের ফলে ,একদিকে যেমন কয়লা শেষ হয়ে আসার আশঙ্কা,ঠিক সমান ভাবে কয়লার দহন প্রকৃতিকে অসুস্থ করে তুলবে প্রতিনিয়ত।তাই তাপ বিদ্যুৎ ব্যবহারের বিকল্প হিসাবে সৌর শক্তি,বায়ু শক্তি,জল শক্তি,বায়োমাস শক্তি গুলো কাজে লাগিয়ে আগামীতে যদি এগিয়ে যাওয়া যায়,তাহলে শক্তি যেমন নিঃশেষ হওয়ার আশঙ্কা নেই,ঠিক তেমনি পরিবেশ প্রকৃতি সুস্থ নির্মল থাকবে।যেটা আমাদের আগামী প্রজন্মকে সুস্থ সুন্দর নির্মল পরিবেশের সাথে একটা নিশ্চিত ভবিষ্যত উপহার দেবে “। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত আর ও বলেন – “এই চিন্তা ভাবনা গুলোকে শিশুদের চারিত্রায়িত করার জন্য বিদ্যালয়ে কচি কাঁচাঁদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা,আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচির নেওয়া হয় “।
