কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিপিআইএম-এর কঠোর আওয়াজ

কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিপিআইএম-এর কঠোর আওয়াজ

Reported By Manoj Das

কামারহাটি (২৩/০২/২০২৫) – গতকাল গুড়াগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে সিপিআইএম টেক্সমেকো দেশপ্রি নগর এরিয়া কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলের মাধ্যমে সংগঠনের সদস্যরা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে কাশ্মীরে আটকা পর্যটকদের ফিরিয়ে আনা ও সন্ত্রাসবাদীরা পরিচয় প্রাপ্ত সংগঠকদের শাস্তির ব্যবস্থা করতে।

মিছিলটি ওপেন সেন স্মৃতি ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করে কলোনি বাজারের চার রাস্তার মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদ্বীপ মিত্র। তিনি বলেন, “আমাদের এই প্রতিবাদকে শক্তিশালী করতে হবে, কারণ এটি শুধু প্রশাসনের দায়িত্ব নয়, আমাদের সকলের দায়িত্ব।”

মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্যরা এবং অন্যান্য বিশিষ্ট জনেরা। তারা এক মিনিট নীরবতা পালন করে এবং মোমবাতি জ্বালানোর মাধ্যমে নিহতদের স্মরণ করেন। একই সময়ে, সিপিআইএম পানিহাটি কমিটির পক্ষ থেকেও একই দাবিতে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এই ঘটনাটি কেবল রাজনৈতিক প্রতিরোধ নয়, বরং সমাজের সামগ্রিক নিরাপত্তা নিয়ে একটি গভীর উদ্বেগের প্রতিফলন। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে সন্ত্রাসবাদী হামলার প্রতিরোধে সকল স্তরে সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে।

Leave a Reply

error: Content is protected !!