Reported By Masud Rana
ডোমকল, ২৩ এপ্রিল ২০২৫: মুর্শিদাবাদের কাটাকোপড়ার শ্রীকৃষ্ণপুর এলাকায় বুধবার সন্ধ্যার আগে আবারও একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, শহিদুল মন্ডলের বৃদ্ধা মা রান্না করার সময় উনুন থেকেই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরটি দাউ দাউ করে জ্বলতে থাকে।
এলাকার মানুষেরা আগুনের দিকে দৌড়ে গেলেও, অগ্নির তাপে পুড়তে থাকা ঘটনার স্থানে কোনোভাবেই পৌঁছাতে পারেনি। পরে যখন আগুনের নিয়ন্ত্রণ কিছুটা কমে আসে, তখন স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
বাড়ির মালিক শহিদুল মন্ডল জানান, তার পরিবার অত্যন্ত অভাবের মধ্যে দিন কাটাচ্ছে এবং তিনি কোনো রকম শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। এই অগ্নিকাণ্ডে তার ঘরে খাবারের উপকরণ ছিল, কিন্তু সবকিছুই এখন পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি ইতোমধ্যে স্থানীয় কর্তৃপক্ষের কাছে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে।
স্থানীয়রা মনে করছেন, এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আরও সতর্কতা গ্রহণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর এমন ভয়াবহ ঘটনা না ঘটে।