REPORTED BY:- BINOY ROY
মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত দক্ষিণ গ্রাম পাওয়ার গিট nh34 সংলগ্ন এলাকায় ধর্ম কাঁটা একটি পাটের 10 চাকা লরিতে আগুন লেগে যায় দাও দাও করে জ্বলতে থাকে লরিটি দমকল কে খবর দিলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কি কারনে আগুন তা এখনো জানা যায়নি |