REPORTED BY:- BINOY ROY
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বহরমপুর পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থীরা নমিনেশন পত্র জমা দিলেন। এদিন ১, ২, ৪, ১৯, নং সহ আরও বেশ কিছু ওয়ার্ডের জন্য নমিনেশন পত্র জমা দেন। এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বাদ্যযন্ত্র সহযোগে বর্ণাঢ্য মিছিল করে নমিনেশন পত্র জমা দিতে আসেন। জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ভীষ্মদেব কর্মকার ১৯ নং ওয়ার্ডের জন্য নমিনেশন পত্র জমা দেন। এদিন তিনি বলেন, আমার ওয়ার্ডে আমি ১০০% জিতব৷ পাশাপাশি আরও ২৭ টি ওয়ার্ডে আমাদের দলের প্রার্থীর জিতবেন।
