আইনজীবী সেমিনারে নতুন ফৌজদারি বিধির গুরুত্ব তুলে ধরলেন বিচারপতিরা

আইনজীবী সেমিনারে নতুন ফৌজদারি বিধির গুরুত্ব তুলে ধরলেন বিচারপতিরা

Reported By পারিজাত মোল্লা

শনিবার বিকেলে শিয়ালদহ আদালতে ‘সাবাম’ নামে এক রাজ্যস্তরের আইনজীবী সংগঠনের উদ্যোগে নতুন ফৌজদারি আইন নিয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায়, বিচারপতি অজয় কুমার মুখার্জি, এবং বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায় এই সেমিনারে উপস্থিত থেকে নতুন আইন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সামগ্রিকভাবে সেমিনারে শতাধিক আইনজীবী এবং আদালতের জুডিশিয়াল অফিসাররা অংশগ্রহণ করেন। রাজ্য সভাপতি সঞ্জয় কুমার দাস বলেন, “নতুন ফৌজদারি আইন নিয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে আমাদের এই ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছে।”

বিচারপতি অজয় কুমার মুখার্জি আবেগপ্রবণ হয়ে বলেন, “আমি এই আদালতে সিভিল জাজ (সিনিয়র ডিভিশন) এবং এসিজেম হিসেবে তিন বছর কাটিয়েছি।” সেমিনারের আলোচনার পাশাপাশি, উদ্যোক্তা আইনজীবী সংগঠনের সভাপতি সঞ্জয় কুমার দাসের ‘গোয়েন্দা অনির্বাণের চিঠি ও লকেট চুরি রহস্য’ নামক বইয়ের উদ্বোধনও করা হয়।

উল্লেখযোগ্য যে, ২০১৯ সালে হাওড়ার জেলা আদালতে মোটরসাইকেল পার্কিং সংক্রান্ত অশান্তিকর একটি ঘটনা ঘটেছিল, যা অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে সুবিচারের দাবিতে এই আইনজীবী সংগঠনের পথ চলা শুরু করে। সেমিনারের মাধ্যমে নতুন আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম অব্যাহত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

error: Content is protected !!