হুগলী জেলার সারদা কেদারপুর গ্রামের সারদা যুব গোষ্ঠী ক্লাব প্রাঙ্গণে গত শনিবার অনুষ্ঠিত হলো ফিউচার ফর নেচার ফাউন্ডেশন-এর উদ্যোগে বিনামূল্যে স্থায়ী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান। এই ক্যাম্পের সহযোগিতায় ছিল ধন্বন্তরি মাল্টিস্পেশালিটি হাসপাতাল।মুন্ডেশ্বরী নদীর পাড়ে অবস্থিত সারদা, কাবিলপুর, অমরপুর এবং কেদারপুরসহ পার্শ্ববর্তী বন্যাকবলিত বিস্তীর্ণ গ্রামাঞ্চলের মানুষের জন্য উচ্চমানের চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ ও মেডিসিন বিশেষজ্ঞরা, তাদের মধ্যে চিকিৎসকরা হলেন ডা. সৌকত সামন্ত, ডা. দেবাশীষ বসু, ডা. দিব্যেন্দু মন্ডল এবং ডা. সঞ্জীব বসাক।ফিউচার ফর নেচার ফাউন্ডেশন-এর সম্পাদক শুভ্রদীপ ঘোষ উদ্বোধনী ভাষণে জানান, “এই প্রতিকূল ভৌগলিক অঞ্চলে চিকিৎসা পরিষেবা পৌঁছাতে বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় মানুষ। তাদের অনুরোধে আমরা আজ সারদা যুব গোষ্ঠীর সহযোগিতায় এই স্থায়ী ও নিয়মিত মেডিকেল ক্যাম্প স্থাপন করলাম।”
তিনি আরো জানান, “মাসের বিভিন্ন সময়ে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে ১৩টি গ্রাম ও ৫টি পঞ্চায়েতের অন্তর্ভুক্ত প্রায় ৪৫,০০০ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে।”অনুষ্ঠানে ধন্বন্তরি মাল্টিস্পেশালিটি হাসপাতালের প্রতিনিধি শ্রীযুক্ত বিমান দাস এবং জাঁকরি পুলিশ ক্যাম্পের ইনচার্জ শ্রীযুক্ত চন্দ্রকান্ত মন্ডল উপস্থিত ছিলেন। আয়োজক সুমন পাল বলেন, “গ্রামের মানুষজনের উৎসাহ চোখে পড়ার মতো, বিনামূল্যে এই পরিষেবা পৌঁছে দিতে পেরে আমরা আপ্লুত।”এই উদ্যোগে সরকারি ও বেসরকারি স্তরে সহযোগিতা পেলে প্রকল্পটি আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।