Skip to content
বাংলাদেশের দুই নাগরিকসহ ভারতীয় গ্রেপ্তার

বাংলাদেশের দুই নাগরিকসহ ভারতীয় গ্রেপ্তার

Reported BY:- Binoy Roy

ভগবানগোলা থানার পুলিশ বুধবার সকালে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিক হামিদ আলি (২৩) এবং মোশারফ হোসেন (২৪) রয়েছেন। তাদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোডাবাড়ি থানায়। অপরদিকে, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক রাজ্জাক শেখের বাড়ি ভগবানগোলা থানার কালীনগরে।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার চর-বালিপাড়া মোড়ের কাছাকাছি তাদের ঘুরতে দেখে পুলিশের সন্দেহ হয় এবং তাদের আটক করে জেরা করা হয়। জেরার মাধ্যমে জানা যায় যে, হামিদ ও মোশারফ ভিসা ও পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং রাজ্জাক তাদের আশ্রয় দিয়েছে।এসডিপিও বিমান হালদার বলেছেন, “অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে এবং আশ্রয় দেওয়ার অভিযোগে পুলিশ সুয়োমোটো মামলা করে তিন জনকে গ্রেপ্তার করেছে।” ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের জন্য লালবাগ এসিজেএম আদালতে পাঠানো হয়েছে।এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কঠোর পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে, যা ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

error: Content is protected !!