Skip to content
ছাত্র সংগঠন AIDSO-এর প্রতিবাদ কর্মসূচি: শিক্ষার উন্নয়নের দাবি

ছাত্র সংগঠন AIDSO-এর প্রতিবাদ কর্মসূচি: শিক্ষার উন্নয়নের দাবি

Reported By:- Binoy Roy

মুর্শিদাবাদ জেলা কমিটির ছাত্র সংগঠন AIDSO একটি বৃহৎ প্রতিবাদ কর্মসূচি পালন করে। সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের সুরক্ষা রক্ষার জন্য বিভিন্ন দাবিতে ডিআই অফিস ও ডিএম অফিসে ডেপুটেশন দেন।এদিন, বহরমপুর গ্রান্টহল এর সামনে জমায়েত হয়ে ছাত্ররা একটি মিছিল বের করে শহরের বিভিন্ন স্থান পরিক্রমা করে। তাদের প্রধান দাবিগুলি অন্তর্ভুক্ত ছিল: অবিলম্বে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সসম্মানে স্কুলে ফেরানো, দুর্নীতিগ্রস্তদের কঠোর শাস্তি, এবং সমস্ত শূন্যপদে স্থায়ী নিয়োগ।মিছিলটি লালদীঘি ক্ষুদিরাম মূর্তির কাছে পুলিশ ব্যারিকেডের মুখে পড়লে ছাত্র কর্মীরা তা ভেঙে ডিআই অফিসে পৌঁছান। সেখানে পুলিশি বাধার মুখোমুখি হয়ে কিছুটা ধস্তাধস্তিও হয়।ডেপুটেশনের সময় জেলা সভাপতি কমরেড সুরজিৎ দাস জানান, ডিআই ম্যাডাম তাদের সমস্ত দাবির সঙ্গে একমত হয়েছেন এবং এসব দাবির পূরণে সদর্থক ভূমিকা নেবার আশ্বাস দিয়েছেন। এরপর মিছিলটি ডিএম অফিসে যায়, যেখানে জেলা সম্পাদক সাবির আলীর নেতৃত্বে আরও একটি প্রতিনিধি দল ডেপুটেশনে যায়।সাবির আলী বলেন, “আমরা আমাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেখেছি এবং তারা যদি আমাদের দাবির প্রতি সদর্থক ভূমিকা না নেয় তবে আগামী দিনে বৃহত্তর ছাত্র আন্দোলন হবে।”এই প্রতিবাদ কর্মসূচি শিক্ষার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের অধিকারের প্রতি গুরুত্বারোপ করেছে।

Leave a Reply

error: Content is protected !!