Reported By Mahatab Chowdhury
কলকাতা (২৭ জুন ‘২৫):- আজ পবিত্র রথযাত্রা-র মহান তিথিতে কুমারটুলির প্রখ্যাত মৃৎশিল্পী পিন্টু পাল-এর মূর্তি নির্মাণ কেন্দ্রে ‘ফাটাকেষ্ট’ খ্যাত কালীপুজোর কাঠামো পুজো সম্পন্ন হলো ‘নব যুবক সংঘ’-র উদ্যোগে। সংগঠনের মুখ্য আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক প্রবন্ধ রায়, যিনি ফান্টা নামে পরিচিত, জানান, “এই পবিত্র মুহূর্তে কাঠামো পুজোর মাধ্যমে আমাদের ৬৮ তম বর্ষের কালী প্রতিমার নির্মাণ কার্য শুরু হলো।”
মৃৎশিল্পী পিন্টু পাল বলেন, “আমরা প্রথা অনুসরণ করেই ফাটাকেষ্ট খ্যাত কালী প্রতিমা নির্মাণ করছি, যা স্থানীয় জনগণের বিশ্বাস ও ঐতিহ্যের প্রতি সম্মান জানাচ্ছে।”
কাঠামো পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ, কলকাতা পৌরনিগমের ৪ নম্বর বরোর অধ্যক্ষ সাধনা বোস, তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, হিন্দু সৎকার সমিতির সদস্য সঞ্জয় রায় ও বিশিষ্ট সমাজসেবক অনির্বাণ সামন্তসহ আরো অনেক গুণীমানুষ।
এই আয়োজন কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। নব যুবক সংঘ-র সদস্যরা এই অনুষ্ঠানে তাদের প্রচেষ্টা এবং প্রচুর শ্রম দিয়ে কালী মাতার প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন।