Reported BY:- Manoj Das
কামারহাটি বিধায়ক মদন মিত্র ও পৌর পিতা সোমনাথ রায় চৌধুরী গতকাল কামারহাটি রথ তলা মন্দিরে রথদরি টানার অংশগ্রহণ করেন। এবছরের চতুর্থতম রথ উৎসবে অন্যান্য বছরের তুলনায় উপস্থিতি কিছুটা কম ছিল।এ বিষয়ে মদন মিত্র বলেন, “এবছর সাধারণ মানুষের আগ্রহ দীঘার রথ উৎসবে বেশি। ফলে কামারহাটির রথ উৎসবের জনজোয়ারের ভাটা দেখা গেছে।”এর পাশাপাশি, কলেজের নির্যাতিতার বিষয়েও তিনি জানান, “সম্পূর্ণ বিষয়টি আইনের অধীনে চলছে এবং আমরা বিষয়টি খুঁজে দেখছি। দোষীদের ছাড়া হবে না।”একইসাথে, তিলোত্তমা তদন্ত কেন্দ্র সরকারের উদ্যোগের ফলাফল সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী দল বিষয়টির উপর নজর রেখেছে।”মদন মিত্র শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক সমালোচনা করে বলেন, “প্রভু জগন্নাথ দেব রাজনীতিতে গজা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন।”এভাবে কামারহাটির রথযাত্রা এবারে নতুন রাজনৈতিক ও সামাজিক প্রশ্ন তুলে ধরেছে, যা স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ ও উদ্বেগ তৈরি করেছে।