Reported By :- Binoy Roy
মুর্শিদাবাদের কসবা এলাকায় কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে রবিবার বিক্ষোভ প্রদর্শন করেছে জেলা বিজেপির সদস্যরা। দুপুরে বহরমপুর থানার সামনে জমায়েত হয়ে তারা থানাটি ঘেরাও করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি মলয় মহাজন এবং বিধায়ক কাঞ্চন মৈত্র।বিজেপির নেতা ও কর্মীরা একসাথে স্লোগান দিয়ে ধর্ষণের ঘটনার নিন্দা জানান এবং অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তির দাবি করেন। নেতারা বলেন, “কলেজ ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অপরাধীদের যেন কোনরকম রেহাই না দেওয়া হয়।”মুর্শিদাবাদ জেলা বিজেপি নেতৃত্বের মতে, সামাজিক নিরাপত্তার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা এই ঘটনায় স্থানীয় প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এবং নারীদের প্রতি সহিংসতা বন্ধের জন্য কঠোর আইন প্রণয়নের দাবি করেছেন।এছাড়া, নেতারা অভিযোগ করেছেন যে, প্রশাসন যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এই ধরনের ঘটনা বেড়ে চলেছে। এই বিক্ষোভের মাধ্যমে বিজেপি কর্মীরা নারীর অধিকার ও নিরাপত্তার বিষয়ে নজর আকর্ষণ করতে চেয়েছেন।বিক্ষোভের মাধ্যমে বিজেপির নেতৃত্ব নারীর নিরাপত্তার প্রসঙ্গটিকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে তুলে ধরেছেন, যা আগামী দিনে স্থানীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে।