Reported By:- Manoj Das
কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে সম্প্রতি ঘটে যাওয়া ছাত্রীর শারীরিক নির্যাতনের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এক বিবৃতিতে বলেছেন, “এটা সিবিআইয়ের বিষয় নয়। বাংলার সরকারকে রাজনীতির আন্দোলন থেকে সরে আসতে হবে। বাংলায় জনতার আদালতে দোষীদের বিচার হবে এবং এদেরকে বের করে দিতে হবে, তবে বাংলায় শান্তি ফিরে আসবে।” পানিহাটিতে অনুষ্ঠিত ১০৩ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধান বলেন, “বাংলায় এখন কি চলছে? আরজিকরের ঘটনা বাংলার মাথা হেট করে দিয়েছে। এক সময় বাংলা শিক্ষা, বিজ্ঞান ও আধ্যাত্মিকতায় গোটা বিশ্বে সেরা ছিল। রবীন্দ্র নাথ ঠাকুর, ঋষি অরবিন্দ ও স্বামী বিবেকানন্দ এই বাংলায় জন্ম গ্রহণ করেছিলেন।”তিনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে আরও বলেন, “দুই দিন আগে ফের একই ঘটনা ঘটেছে এবং সেখানেও তৃণমূলের লোক জড়িত। এই ঘটনায় দেশ ক্ষুব্ধ ও বেদনা প্রকাশ করেছে। তৃণমূল সরকারের অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রী, “মমতা দিদি কবে তার গুন্ডাদের ঘরে ঢোকাবে, সেটাই জানি না।”ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, “বিজেপি এই বিষয়ক আন্দোলনে সরব থাকবে এবং বাংলার মানুষ এবার তাদের শিক্ষা দেবে। তৃণমূলের কাছে মানুষের কষ্ট বোঝার ইচ্ছা নেই বলেই তারা কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে।”মন্ত্রী আরও বলেন, “যারা ধর্ষক বা অভিযুক্ত তারা সকলেই তৃণমূলের কার্যকর্তা। কসবার ঘটনায় মূল অভিযুক্তও তৃণমূলের ছাত্রনেতা।” এই প্রসঙ্গে তিনি জানান, “শিক্ষা কেন্দ্রগুলোতে একই ধরনের ঘটনাগুলোর পুনরাবৃত্তি চিন্তার বিষয়। এখানে মা সরস্বতী নিজেই ব্রাত্য।”প্রধান প্রতিবাদ জানিয়ে বলেন, “তৃণমূল কংগ্রেস পুরনো কংগ্রেসের একটি রূপ। তাদের কাছ থেকে কি আশা করা যায়?”