Reported By:- Binoy Roy
কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মঙ্গলবার ‘ক্রিমিন্যাল রিভিশন্যাল অ্যাপ্লিকেশন’ দাখিল করেছেন কার্তিক মহারাজ। এদিন সকাল ১০টায় নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার জন্য তাকে তলব করা হয়েছিল। বেলডাঙা থানার আইসি সেই নোটিশ ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা শাখা কার্যালয়ে পৌঁছে দেন, যদিও কার্তিক মহারাজ তখন আশ্রমে ছিলেন না।অন্যদিকে, কার্তিক মহারাজ জানিয়েছেন, “আমি কলকাতায় আছি। নবগ্রামে যাওয়া সম্ভব নয়। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।” এরপর, তার আইনজীবী সাগ্নিকা ব্যানার্জী নবগ্রাম থানাকে মেইল করে রিভিশন পিটিশনের বিষয়টি জানিয়ে দেন। বুধবার ওই পিটিশনের শুনানি হওয়ার কথা রয়েছে।এদিকে, নবগ্রাম ব্লকের স্থানীয় মহিলারা ঝাঁটা হাতে মিছিল করে নবগ্রাম থানায় পৌঁছে কার্তিক মহারাজের গ্রেপ্তারির দাবি জানান। তারা অভিযোগ করেন, ধর্ষকের ফাঁসি হতে হবে এবং তাদের এই দাবিতে শ্লোগান তোলেন।এখন সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিচারপতি জয় সেনগুপ্ত কি পুলিশকে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দেবেন, নাকি মামলাকারীর মামলা খারিজ করবেন। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনও বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।